বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতক্ষীরা জেলার সদর উপজেলার আব্দুল ছাত্তার (৬৫) ও একই উপজেলার আব্দুল কাদের (৬০)। তাদের মরদেহ উদ্ধার করে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ আবুল হাসান বাংলানিউজকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মোটরসাইকেলের দুই আরোহীর মরদেহ উদ্ধার করেছি। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে ফাঁকা জায়গায় কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। আমরা দুর্ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা করছি।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এনএসআর