ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবনতি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবনতি

ঢাকা: বৈশ্বিক ক্ষুধা সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১১৬টি দেশের মধ্যে এবার বাংলাদেশের অবস্থান ৭৬ নম্বরে।

২০২০ সালে ১০৭টি দেশের মধ্যে যা ছিল ৭৫।  

এর অর্থ দেশে ক্ষুধা বেড়েছে। সূচকের স্কোর অনুযায়ী বাংলাদেশে ক্ষুধার মাত্রা গুরুতর পর্যায়ে রয়েছে।

তবে ভারত, পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে আছে বাংলাদেশ।  

গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের (জিএইচআই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশের স্কোর ১৯.১। নেপালের স্কোরও একই।  

গত বছর বাংলাদেশের স্কোর ছিল ২০ দশমিক ৪।

অন্যদিকে এবার ভারতের অবস্থার অবনতি হয়েছে চোখে পড়ার মতো। বিশ্বের ১১৬টি দেশের মধ্যে এবার ভারতের স্থান ১০১। গতবছর যা ছিল ছিল ৯৪। এবার পাকিস্তানের অবস্থান ৯২তম আর মিয়ানমার আছে ৭১ নম্বরে।

গ্লোবাল হাঙ্গার ইনডেক্স মূলত চারটি বিষয়ের মাপকাঠিতে তৈরি করা হয়। এগুলো হলো- অপুষ্টি, পাঁচ বছরের কম বয়সের শিশুদের উচ্চতার তুলনায় ওজন, পাঁচ বছরের কম শিশুদের উচ্চতা ও পাঁচ বছরের কম শিশুদের মৃত্যু হার।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।