ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ৩০০ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার আড়পাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নিজতাতের কাটি গ্রামের জুয়েল হোসেনের স্ত্রী রিনা খাতুন (২৮) ও ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার রামভদ্রপুর গ্রামের মাহবুবুল আলীর স্ত্রী তহমিনা খাতুন (২৫)।
ঝিনাইদহ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে কালীগঞ্জের আড়পাড়া গ্রাম থেকে ৩০০ পিস ইয়াবাসহ ওই দুই নারীকে আটক করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামিদের থানায় সোপর্দ করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
এসআরএস