ঢাকা: ধর্মীয় বিষয় নিয়ে সৃষ্ট সাম্প্রতিক ঘটনা থেকে শান্তির পথে এসে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়েছে ১২টি জাতীয় সাংস্কৃতিক ফেডারেশন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র কোরআন শরিফকে নিজ স্বার্থে ব্যবহার করতে ষড়যন্ত্রকারীরা কোনো দ্বিধাবোধ করে না, ধর্মের বিকৃত ব্যাখ্যা দিয়ে অপরের বিরুদ্ধে ঘৃণা সঞ্চারে পিছপা হয় না। এই লক্ষ্যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে পরিকল্পিত ও যথেচ্ছভাবে ব্যবহার করছে, যা কোনো সভ্য দেশ অনুমোদন করে না।
বিবৃতিতে তারা জানান, ধর্মানুভূতি ব্যবহার করে সামাজিক সম্প্রীতি বিনষ্ট ও সংঘাত উস্কে দেওয়ার ঘৃণ্য অপপ্রয়াসকে কঠোর হাতে দমনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা দাবি করছি আমরা।
বিবৃতিদাতা সংগঠনগুলো হলো- সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ পথ নাটক পরিষদ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, আইটিআই, বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ চারু শিল্পী সংসদ, বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
এইচএমএস/এমআরএ