লক্ষ্মীপুর: কুমিল্লার একটি মন্দিরে পবিত্র কোরআন আবমাননার জেরে লক্ষ্মীপুরের রামগতির শ্রী শ্রী রাম ঠাকুরাঙ্গন মন্দিরে হামলার ঘটনায় ২০০ থেকে ২৫০ অজ্ঞাত ব্যক্তির নামে মামলা দায়ের করেছে পুলিশ।
রামগতি থানার উপ পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান দুপুরে বাংলানিউজকে বলেন, মন্দিরে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত দুইশ থেকে আড়াইশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শুক্রবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার ভিডিও ফুটেজ দেখে এবং তদন্ত করে মন্দিরে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, বুধবার রাতে মন্দিরে হামলার সময় হামলাকারীদের আঘাতে পুলিশের তিন ও আনসারের চার সদস্য আহত হয়েছে।
জানা গেছে, কুমিল্লার একটি মন্দিরে কোরআন অবমাননার অভিযোগে বুধবার রাতে এশার নামাজের পর রামগতির জমিদারহাট বাজারে মাস্ক পরিহিত বিপুল সংখ্যক লোক জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। বিক্ষুব্ধ কিছু লোক শ্রী শ্রী রাম ঠাকুরাঙ্গন মন্দির লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং মন্দিরের বাতিগুলো ভেঙে ফেলে।
এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে তিন পুলিশ সদস্য এবং চার আনসার সদস্যসহ সেখানে উপস্থিত কয়েকজন পথচারী, যুবলীগ ও ছাত্রলীগ নেতাসহ অন্তত ১৫ জন আহত হয়। বিক্ষোভকারীরা মন্দিরের সামনে থাকা সৌন্দর্যবর্ধনের লাইট ভেঙে ফেলে। এ ঘটনার পর মন্দির ঘিরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
আরএ