ঢাকা: নারায়ণগঞ্জের সোনারগাওঁয়ে পানাম নগরের প্রাচীন স্থাপনায় ধীরে ধীরে প্রাণ ফিরে আসছে। যথাযথ সংস্কারে বেশ কয়েকটি প্রাচীন ভবন এখন অনেকটাই জীবন্ত হয়ে উঠছে।
সরেজমিনে ঢাকার অদূরে সোনারগাওঁয়ের পানাম নগর ও বড় সর্দার বাড়ি ঘুরে দেখা যায়, বেশ কয়েকটি ভবন সংস্কার করা হয়েছে। পুরনো ভবনগুলোর ডিজাইন, আকার, রঙ ইত্যাদি ঠিক রেখেই দীর্ঘ সময় ধরে সংস্কার করা হয়েছে ভবনগুলো।
এরই মধ্যে বেশ কিছু ভবনের সংস্কার শেষও হয়েছে। বিশেষ করে সোনারগাঁয়ের বড় সর্দার বাড়িটির সংস্কার পুরোপুরি শেষ হয়েছে। নতুন রূপে ফেরা ভবনটি দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ।
পানাম নগর ও বড় সর্দার বাড়ির প্রাচীন ভবন সংস্কারে সহায়তা দিয়েছে দক্ষিণ কোরিয়ার ইয়ং ওয়ান কোম্পানি। এ কাজে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ১৪ কোটি টাকা সহায়তা দেয়া হয়েছে। সেই সহায়তা থেকেই পানাম নগরের বড় সর্দার বাড়ির প্রাচীন স্থাপনা সংস্কার হয়েছে। তবে পানাম নগরের আরও অনেক পুরনো ভবন এখনও সংস্কার করা সম্ভব হয়নি।
সম্প্রতি পানাম নগরের সংস্কার করা প্রাচীন ভবনগুলো দেখে এসেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন।
প্রাচীন ভবনগুলোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঐতিহ্যবাহী প্রাচীন ভবনগুলো সংস্কারে দ.কোরিয়ান কোম্পানি হাত বাড়িয়ে দিয়েছে। ভবনগুলোর সংস্কার কাজে আমরা পাশে থাকতে পেরে খুবই খুশি।
তিনি আরও বলেন, পানাম নগরের আরও ভবন সংস্কারে আগ্রহী ইয়ং ওয়ান কোম্পানি। এ ধরনের কাজের মধ্যে দিয়ে বাংলাদেশ-দ. কোরিয়ার মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা করেন এই রাষ্ট্রদূত।
এ বিষয়ে জানতে চাইলে প্রত্নতাত্ত্বিক ও বড় সর্দার বাড়ি রেস্টেরেশন প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আবু সাঈদ আহমেদ বলেন, প্রাচীন স্থাপনা রক্ষণাবেক্ষণ করা আমাদের দায়িত্ব। বিদেশ থেকে বাংলাদেশে কোনো পর্যটক এলে আমাদের রাস্তাঘাট, মেট্রোরেল বা বড় বড় বিল্ডিং দেখতে যান না। তারা আমাদের ঐতিহাসিক স্থাপনাগুলো দেখতে যান। সে কারণে আমাদের এসব ঐতিহাসিক স্থাপনা রক্ষণাবেক্ষণে জোর দিতে হবে।
বাংলাদেশ সময়: ১৭.১৫ ঘণ্টা, ১৫ অক্টোবর ১৪, ২০২১
টিআর/এমএমজেড