ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কনে সাজিয়ে ফেরার পথে মাইক্রোবাসচাপায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
কনে সাজিয়ে ফেরার পথে মাইক্রোবাসচাপায় নিহত ২

ফেনী: পার্লার থেকে বিয়ের কনেকে সাজিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের চাপায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কনেসহ আরও তিনজন।

 

শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে ফেনী শহরতলীর মঠবাড়ীয়া রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন-কনের বড় বোনের জামাই জামাল হোসেন (৩৮) ও ভাতিজি হাছনা আক্তার পলি। কনেসহ আহতদের অবস্থাও আশঙ্কাজনক। তাদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক কনে ফারজানা কলির অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠিয়ে দিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের পূব ডেকরা গ্রামের ফারজানা আক্তার কলির সঙ্গে একই উপজেলার জগন্নাথ ইউনিয়নের বিজয়করা গ্রামের মোহাম্মদ শাকিলের বিয়ের ধার্য তারিখ ছিল শুক্রবার। দুপুরে কনে ফারজানাকে শহরের একটি পার্লারে সাজাতে নিয়ে যাওয়া হয়। সাজগোছ শেষে তারা অটোরিকশায় করে বাড়িতে ফিরছিলেন। পথে শহরতলীর মঠবাড়ীয়া রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই কনের বড় বোনের জামাই জামাল হোসেন ও ভাতিজি হাছনা আক্তার পলি মারা যায়। আহত হয় কনেসহ তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে দায়িত্বরত চিকিৎসক কনে ফারজানা কলির অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠিয়ে দেন।

বাকি আহতদের ফেনী হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত জামাল হোসেন ও হাছনা আক্তার পলি আলকরা ইউনিয়নের বাসিন্দা।

ফেনী মডেল থানার পরিদর্শক নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে এবং মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১ 
এসএইচডি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।