ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

পা পিছলে নদীতে পড়ে প্রাণ হারালো শিশু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
পা পিছলে নদীতে পড়ে প্রাণ হারালো শিশু প্রতীকী ছবি।

নবাবগঞ্জ, (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলার কালিগঙ্গা নদীতে পা পিছলে পড়ে সোলায়মান (১১) নামে এক শিশু প্রাণ হারিয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার কেলাইল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মৃত সোলায়মান ওই ইউনিয়নের দক্ষিণ দরিকান্দি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও মেলেং মসজিদের সভাপতি আব্দুল হক জানান, দুপুরে মামাতো ভাইয়ের সঙ্গে কালিগঙ্গা নদীর সংস্কার কাজ দেখতে গিয়েছিল শিশু সোলায়মান। সেখানে বালুর বস্তা ফেলা হচ্ছিল। এ সময় নদীর কিনারে দাঁড়িয়ে থাকা শিশুটি পা পিছলে পানিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু অনেক খুঁজেও তার কোনও সন্ধান পাওয়া যায়নি। পরে সন্ধ্যার দিকে ডুবরিরা এসে শিশুটির মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা দেওয়ান আজাদ বাংলানিউজকে বলেন, আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।