ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে ছয় জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।
শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে গুলিস্তান থেকে ডেমরা রোডে চলাচলকারী আসিয়ান নামে ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়।
ওয়ারি ট্রাফিক জোনের সার্জেন্ট বি এম বদরুল আলম বলেন, ওই বাসটি গুলিস্তান থেকে ডেমরা যাচ্ছিল। সন্ধ্যা ৬টার দিকে দ্রুতগতিতে ফ্লাইওভারের উপরে টার্ন নিতে গিয়ে ডিভাইরের ধাক্কা লেগে উল্টে যায়।
আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার পরই পালিয়েছেন বাসের চালক ও হেলপার। বাসটি সরিয়ে নিতে রেকার ডাকা হয়েছে। আপাতত যান চলাচল বন্ধ রয়েছে।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, চলন্ত বাসটি পুরোপুরি উল্টে যায়নি, তবে একটু কাত হয়ে গিয়েছিল।
এদিকে মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, ওই দুর্ঘটনায় দুই জন নারী আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তবে তাদের আঘাত গুরুতর নয়।
বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
এজেডএস/কেএআর