পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পদ্মা নদীতে নৌকাডুবিতে শুভ রায় (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এখন পর্যন্ত তার খোঁজ মেলেনি।
শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঈশ্বরদী উপজেলার সাঁড়া ঘাট এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত দুই নৌকার সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিখোঁজ যুবক ঈশ্বরদী পৌর এলাকা কর্মকারপাড়া নুরমহল্লা এলাকার বাবলু রায়ের ছেলে।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নজরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের ‘সাঁড়াঘাটে’ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় দু’টি শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় দেবী প্রতিমা বিসর্জন করতে যান হিন্দু ধর্মাবলম্বীরা। নৌকায় নাচ, গান, সিঁদুর খেলা করতে গিয়ে দু’টি ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন নদীতে পড়ে গেলে অন্যরা সাঁতারে নদীর পাড়ে উঠলেও শুভ রায় নদীর স্রোতে তলিয়ে যান। এ সময় স্থানীয় ও স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি।
খবর পেয়ে ঘটনাস্থল আসেন ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা। দীর্ঘ আটঘণ্টা চেষ্টা করেও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা শুভকে খুঁজে পাননি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বাংলানিউজকে জানান,পাবনা জেলায় কোনো ডুবুরি না থাকায় রাজশাহী থেকে ডুবুরি এনে উদ্ধারকাজ শুরু হয়। শুক্রবার গভীর রাতে বৃষ্টি ও নদীর স্রোতের কারণে উদ্ধারকাজ বন্ধ থাকে। শনিবার (১৬ অক্টোবর) সকালে আবার উদ্ধারকাজ শুরু হবে।
বাংলাদেশ সময়য়: ০৮৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
এমআরএ