ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফেসবুকে বিতর্কিত পোস্ট, যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
ফেসবুকে বিতর্কিত পোস্ট, যুবক আটক

নরসিংদী: নরসিংদীর পলাশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ায় হৃদয় সরকার (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

 

হৃদয় সরকার ঘোড়াশাল পৌর এলাকার বনিক পাড়ার তপন সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে হৃদয় সরকার তার নিজের ফেসবুক আইডিতে মূর্তির ছবি ক্যাপশনসহ পোস্ট করেন। পোস্টে ধর্ম অবমাননাকর বক্তব্য থাকায় বিষয়টি স্থানীয় মুসল্লিদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করে। এ ঘটনায় স্থানীয় মুসল্লিরা বিক্ষুব্ধ হয়ে রাতে বিক্ষোভ মিছিল বের করে।

এ পরিস্থিতিতে হৃদয় সরকার তার ফেসবুক আইডি থেকে ওই পোস্ট মুছে ফেলে। পরে এ ঘটনার জন্য ভুল স্বীকার করে নতুন করে আরেকটি পোস্ট করেন। এ ঘটনায় স্থানীয়রা হৃদয় সরকারকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হৃদয়কে গ্রেফতার করেছি। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ওই যুবক পোস্ট দেওয়ার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে। তাকে শনিবার আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।