নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে সুজন ফকির (৪২) নামে এক ইজিবাইক চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে ফতুল্লার মুসলিমনগর নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সুজন নাটর জেলার ভুলুদাসপুর থানার রামাগাড়ি এলাকার আমজাদ হোসেন টগরের ছেলে। তিনি ফতুল্লার নবীনগর এলাকায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
নিহতের স্ত্রী মর্জিনা বেগম বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ৭টায় ফোন করে সুজনকে বাসা থেকে নিয়ে যায় অজ্ঞাত কোনো ব্যক্তি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে পরিকল্পিত ভাবে সুজনকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করতে পেরেছি। চেষ্টা চলছে তাদের দ্রুত গ্রেফতার করার।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
জেডএ