নীলফামারী: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’।
শনিবার (১৬ অক্টোবর) সকালে শহরের গোলাহাট থেকে সৈয়দপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলে এই কার্যক্রম।
এ সময় সংগঠনের সদস্যরা রেললাইনের আশপাশে বসবাসরতদের মাঝে মাইকিং ও লিফলেট বিতরণ করেন। আয়োজন করা হয় পথসভার। এতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে আইনি বিধান তুলে ধরা হয়। একইসঙ্গে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনে হাঁটা, শিশুদের রেললাইনের ওপর খেলাধুলা ও চলন্ত ট্রেনে সেলফি তোলা থেকে বিরত থাকতে বলা হয়।
সংগঠনের সদস্য সামিউল আলিম বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ একটি দণ্ডনীয় অপরাধ। এতে সর্বোচ্চ মৃত্যুদণ্ড ও সর্বনিম্ন ১০ বছর কারাদণ্ডের বিধান রয়েছে। আমরা এ বিষয়ে রেললাইনের আশপাশে বসবাসরতদের মাঝে মাইকিং, লিফলেট বিতরণ ও পথসভা করছি। প্রতি সপ্তাহে এই সচেতনতামূলক কার্যক্রম করা হবে।
এ সময় নওশাদ আনসারী, অনলী রাজা, ইমরান, জয়, বাবু, সেরু, সুজন, সামির, মারুফসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
এনএসআর