গোপালগঞ্জ: সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মসিউর রহমানের মৃত্যুর ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
শনিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া গোলচত্বরে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম, ইংরেজি বিভাগের তন্ময় বসু, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্কুমুল আরেফিন অভি, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তব্যে শিক্ষক এবং শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনায় অধ্যাপক মসিউর রহমানের অকাল মৃত্যুর ঘটনার বিচার চান এবং নিরাপদ সড়কের দাবি জানান।
প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর সন্ধ্যায় পিরোজপুর থেকে পরিবার নিয়ে কর্মস্থল গোপালগঞ্জে যাওয়ার পথে বাস চাপায় নিহত হন ওই শিক্ষক। এ সময় তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন।
বাংলাদেশ সময়: ১৫১৪, অক্টোবর ১৬, ২০২১
এনএসআর