ফরিদপুর: ফরিদপুরের বহুল আলোচিত দুই হাজার কোটি টাকা পাচারের মামলার অন্যতম আসামি ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফের এপিএস এ এইচ এম ফুয়াদের আরও দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১৬ অক্টোবর) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফফার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দুইদিনের রিমান্ড শেষে শুক্রবার বিকেলে ফুয়াদকে আদালতে সোপর্দ করে আরও সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক হোসাইনের আদালত আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড হওয়ার পর আদালত থেকে ফুয়াদকে আবারও পুলিশি হেফাজতে নেওয়া হয়। এ নিয়ে দুই দফায় ফুয়াদের দুই দিন করে মোট চারদিনের রিমান্ড মঞ্জুর হলো।
মঙ্গলবার (১২ অক্টোবর) দিনগত রাতে ঢাকা থেকে ডিএমপির ভাটারা থানা পুলিশের সহযোগিতায় ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ ফুয়াদকে গ্রেফতার করে। গ্রেফতারের পরদিন গত ১৩ অক্টোবর তাকে এক নম্বর আমলি আদালতে হাজির করে ২০১৫ সালের ১২ জুলাই ফরিদপুর কোতোয়ালি থানায় দায়ের করা ছোটন বিশ্বাস (২৮) হত্যা মামলার আসামি দেখিয়ে তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। ওই আদালতের বিচারক রত্না সাহা শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
** সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস গ্রেফতার!
** সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদ রিমান্ডে
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
আরএ