ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কৃষিই অর্থনীতির মূল শক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
কৃষিই অর্থনীতির মূল শক্তি

খুলনা: বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের ভাগ্যোন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।

তাই এক ইঞ্চি কৃষি জমি যেন অনাবাদি না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ। ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন’ এই প্রতিপাদ্যে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে খুলনা কৃষি তথ্য সার্ভিস সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত উপপরিচালক মহাদেব চন্দ্র সানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন প্রমুখ।

মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হারুন-উর-রশিদ। খুলনা জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তর যৌথভাবে এই সভার আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৫৪৮, অক্টোবর ১৬, ২০২১
এমআরএম/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।