ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৭

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে ঢাকাগামী বাসের ধাক্কায় ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ‍্যে এক নারী, দুই শিশু ও ৩ জন পুরুষ রয়েছেন।

দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৯ জন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।  

শনিবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বাংলানিউজকে জানান, ত্রিশালের চেলের ঘাট এলাকায় একটি পাথরবাহী ড্রাম ট্রাক চাকা বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সবাই বাসের যাত্রী। তাদের মধ্যে ৬ জন ঘটনাস্থলে ও চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

ময়মনসিংহ ফায়ারসার্ভিসের ডিউটি অফিসার সেলিম মিয়া ছানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১ আপডেট: ১৬৪১ ঘণ্টা
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।