ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে ঢাকাগামী বাসের ধাক্কায় ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নারী, দুই শিশু ও ৩ জন পুরুষ রয়েছেন।
শনিবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বাংলানিউজকে জানান, ত্রিশালের চেলের ঘাট এলাকায় একটি পাথরবাহী ড্রাম ট্রাক চাকা বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবাই বাসের যাত্রী। তাদের মধ্যে ৬ জন ঘটনাস্থলে ও চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ ফায়ারসার্ভিসের ডিউটি অফিসার সেলিম মিয়া ছানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১ আপডেট: ১৬৪১ ঘণ্টা
এনটি