ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মিছিল ...

কুড়িগ্রাম: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা জানিয়ে কুড়িগ্রামে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট প্রতিবাদ মিছিল করেছে।

শনিবার (১৬ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম বাসদের অঙ্গ সংগঠন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের দ্বিতীয় কাউন্সিল অধিবেশন শেষে বিভিন্ন শ্লোগানে প্রতিবাদ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে কুড়িগ্রাম মোটর শ্রমিক ইউনিয়নের হলরুমে কাউন্সিল অধিবেশনে জেলা বাসদের সমন্বয়কারী ফুলবর রহমানের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট আবুল বাশার মঞ্জুকে সভাপতি ও ডা. রেজাউল ইসলাম রাজুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর বাসদ’র বিভাগীয় সমন্বয়ক আব্দুল কুদ্দুস, গাইবান্ধা বাসদ’র সমন্বয়ক গোলাম রব্বানী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
এফইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।