রাজশাহী: রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়েছে। এ বাজেটে খেলাধুলাকে প্রাধান্য দিয়ে সর্বোচ্চ অর্থ বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আব্দুল জলিল এ বাজেট অনুমোদন করেন।
রাজশাহী জেলা প্রশাসকের সভাপতিত্বে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আয় খাতে ১ কোটি ৬৯ লাখ ৪১ হাজার ১৩১ টাকা, ব্যয় খাতে ১ কোটি ৬৬ লাখ ৮২ হাজার ৮৪৬ টাকার বাজেট ও ২০২০-২১ অর্থবছরের প্রকৃত আয় ৬১ লাখ ৫২ হাজার ৪০৫ টাকা ৬৩ পয়সা ও প্রকৃত ব্যয় ৫২ লাখ ১ হাজার ২৭৩ টাকা ৭৫ পয়সা অনুমোদন করা হয়।
এর আগে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী গত সভার কার্যবিবরণী পাঠ করেন। পরে তা অনুমোদিত হয়। এরপর কোষাধ্যক্ষ জিয়া হাসান হিমেল সভায় ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও ২০২০-২১ অর্থবছরের প্রকৃত আয়-ব্যয় উপস্থাপন করেন।
সভায় বক্তব্য রাখেন রাজশাহী পুলিশ সুপার (এসপি) ও সহ-সভাপতি এবিএম মাসুদ হোসেন, ডাবলু সরকার, রমজান আলী, মোস্তাক হোসেন, অতিরিক্ত সাধারণ সম্পাদক শাসসুজ্জামান রতন, নির্বাহী সদস্য মীর তৌফিক আলী ভাদু শেখ আনসারুল হক খিচ্চু, আলী আফতাব তপন, শিরাজী কোয়েল।
সভা শেষে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে ফুল শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
এসএস/আরবি