খুলনা: সুনসান নীরব শহর। খুলনা মহানগরীর লঞ্চ টার্মিনাল ও ৭ নম্বর ঘাট এলাকায় মেঝে বা বেঞ্চে বসে-শুয়ে আছেন কিছু মানুষ।
শনিবার (১৬ অক্টোবর) রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত এমন মানুষের মুখে খাদ্য তুলে দিয়েছে চট্রগ্রামের একটি অনলাইন সামাজিক সংগঠন ‘আল ইদাআহ ফাউন্ডেশন’।
এই সংগঠনের অ্যাডমিন রেবেকা হালিম জিনিয়ার মাধ্যমে খুলনার ৫৫ জন মানুষকে রাতের খাবার (সাদা ভাত, মুরগীর মাংস ও ডিম) বিতরণ করা হয়েছে।
খাদ্য বিতরণে উপস্থিত ছিলেন- কল্যাণময় ভ্রমণ গ্রুপের মোহাম্মদ মেরাজ আল সাদী, মিলন হোসেন, আকাশ রহমান, আফনান মিঠু প্রমুখ।
মেরাজ আলী সাদী জানান, আমরা পথে অনেক ক্ষুধার্ত মানুষকে দেখি। বিশেষ করে রাতে তারা না খেয়ে ঘুমিয়ে পড়েন। দিনের বেলা খাবারের জন্য সবার কাছে হাত পাতে এসব মানুষ। রাতে রাস্তায় মানুষজন থাকে না বললেই চলে। যে কারণে আল ইদাআহ ফাউন্ডেশনের ক্ষুদ্র প্রচেষ্টায় ৫৫ জন ছিন্নমূল অসহায় মানুষকে খাবার বিতরণ করা হয়েছে। খাবার পেয়ে ছিন্নমূল মানুষের মুখে খুশির ফোয়ারা ফুটেছে।
বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
এমআরএম/এমআরএ