ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার ৩ যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার জমিদারহাট বাজারের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক সিএনজি অটোরিকশা চালকের পরিচয় জানা যায়নি। সিএনজি-ট্রাক এলাকাবাসী আটক করে। পরে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ যানবাহন দু’টি তাদের হেফাজতে নেয়। তবে ট্রাক চালক পালিয়ে যায়।

তিনি আরও জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে সেনবাগ উপজেলা থেকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের উদ্দেশে একটি যাত্রীবাহী সিএনজি ছেড়ে আসে। পথে অটোরিকশাটি নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের জমিদারহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক মারা যান। পরে আহতদের উদ্ধার করে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।