ঢাকা: ঢাকা রিজেন্সী হোটেল এন্ড রিসোর্ট ভুতপ্রেমিদের জন্য আবারও আয়োজন করতে যাচ্ছে হ্যালোইন কার্নিভালের। তিন দিনব্যাপী এই আয়োজন চলবে ২৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত।
ঢাকা রিজেন্সীর রুফ টপ গার্ডেন রেস্টুরেন্ট ‘গ্রিল অন দ্যা স্কাইলাইন’এ ভয়ঙ্কর সাজ-সজ্জায় অপেক্ষা করছে বিভীষিকাময় এক অনুভূতি আর বীভৎস সব ভুতেরা, সঙ্গে স্পেশাল রাতের খাবারের আয়োজন তো আছেই।
আরও থাকছে ভুতের সঙ্গে বসে ভূতুড়ে সিনেমা দেখার সুযোগ, ফেস পেইন্ট, টান টান উত্তেজনাময় ম্যাজিক শো, কস্টিউম কনটেস্ট, র্যাফেল ড্র’র মতো আর্কষণীয় সব এক্টিভিটিস।
আয়োজনটি সন্ধ্যা সাড়ে ৫টা থেকে শুরু হয়ে চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
এই পুরো ভুতুড়ে আয়োজনে ঢাকা রিজেন্সীর অতিথিদের জন্য থাকছে স্পেশাল বার্বিকিউ বুফে ডিনার এবং একটি বুফে কিনলে একটি বুফে ফ্রি অফার, যার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২৯-৩০ অক্টোবর পর্যন্ত ৩ হাজার ৯৯৯ টাকা। ৩১ অক্টোবর অর্থাৎ ‘হ্যালোউইন ডে’তে মাত্র ৪ হাজার ৫৫৫ টাকা।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
কেএআর