ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

ময়মনসিংহ: মাদক মামলায় ময়মনসিংহে নুরুল ইসলাম (৪০) নামে এক যুবককে যাবজ্জীবন স্বশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

  

আসামির উপস্থিতিতে রোববার (২৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় দেন।  

ওই আদালতের বেঞ্চ সহকারী মো. মজিবুর রহমান বাংলানিউজকে এ তথ‍্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০১৯ সালের ৩০ জুলাই ভালুকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে ১২৫ গ্রাম হেরোইনসহ নুরুলকে গ্রেফতার করে জেলা গোয়েন্দ (ডিবি) পুলিশ। এ ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে ডিবি পুলিশ। ওই মামলার দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন ডিবির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল। মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নুরুলকে যাবজ্জীবন স্বশ্রম কারাদণ্ডের রায় দেন বিচারক মো. হেলাল উদ্দিন।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।