সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা কারাগারে ৩০ বছর সাজাপ্রাপ্ত আব্দুল মমিন (৩৮) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মমিন সদর উপজেলার পার পাচিল ওয়াপদাপাড়া গ্রামের আলতাফ কসাইয়ের ছেলে।
সিরাজগঞ্জ জেলা কারাগারের সুপার আব্দুল বারেক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার গভীর রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন মমিন। তাৎক্ষণিক তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
তিনি বলেন, নারী নির্যাতনের মামলায় গত বছরের ২৭ ফেব্রুয়ারি ৩০ বছরের সাজা হয় মমিনের। ওই বছরের ১৬ আগষ্ট গ্রেফতার হওয়ার পর জেলা কারাগারে আনা হয় তাকে।
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
জেডএ