ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের পাঠানো যেকোনো সুপারিশ ও ডিও লেটার যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই অনুরোধ করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করে প্রস্তুত করা দু’টি ভুয়া সুপরিশ ও ওকটি ডিও লেটার বিভিন্ন মন্ত্রণালয়ে পাওয়া গেছে। এ কারণে পররাষ্ট্রমন্ত্রীর যেকোনো সুপারিশ ও ডিও লেটারের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সঠিকতা যাচাই করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
টিআর/কেএআর