ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে পাকিস্তান সমর্থক দুই ভাইয়ের ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
ঝালকাঠিতে পাকিস্তান সমর্থক দুই ভাইয়ের ওপর হামলা কাশেম মৃধা ও কামাল মৃধা

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে ভারত ও পাকিস্তানের খেলা দেখার সময় ভারত সমর্থকের হামলায় কাশেম মৃধা (৩২) ও কামাল মৃধা (৪০) নামে দুই পাকিস্তানি সমর্থক আহত হয়েছেন। আহতরা সম্পর্কে ভাই।

রোববার (২৪ অক্টোবর) রাত ৯টায় উপজেলার সাংগর গ্রামের সাংগর স্কুল সংলগ্ন আলীম স্টোরের সামনে এ ঘটনা ঘটে।

কাশেম ও কামাল ওই গ্রামের আমীর হোসেন মৃধার ছেলে।

জানা গেছে, ক্রিকেট খেলায় পাকিস্তান যখন জিতে যাচ্ছে ঠিক তখনই পাকিস্তানের সমর্থকরা উল্লাস করে চিৎকার দিয়ে উঠে। এতেই ভারত সমর্থকরা রেগে যান। তারা পাকিস্তান সমর্থকদের ওপর আকস্মিক হামলা চালান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

রাজাপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, তারা সামান্য আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ আসেনি।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।