ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে কচুবাড়ি গ্রামে পানিতে ডুবে ইব্রাহীম খলিল নামে ২ বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) সকাল সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে ইব্রাহীম বাড়ির পাশে খেলার সময় পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয় এক নারী শিশুটির মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা এসে উদ্ধার করে।
৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ছোট্ট শিশুটি বাড়ির পাশের পুকুরে পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে মারা যায়। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এনটি