সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে বাদল (৪০) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (২৫ অক্টোবর) সকালে এ তথ্য জানান আশুলিয়ায থানার উপ-পরিদর্শক (এস আই) ইউনুস আলী।
এর আগে, রোববার (২৪ অক্টোবর) মধ্যরাতে আশুলিয়ার এনায়েতপুর এলাকার আবু বকরের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বাদল পাবনা জেলার সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে আশুলিয়ায় একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, গভীর রাতে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষের ভেতর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। যে কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে সে কক্ষে মোর্শেদ নামের একজন থাকতেন। মাঝে মধ্যে বাদল তার কাছে আসতো। তাদের সঙ্গে হিজরা সম্প্রদায়ের লোকজনেরও চলাফেরা ছিল। গতকাল রাতে মোর্শেদের কাছ থেকে রুমের চাবি নিয়ে কক্ষে আসে বাদল ও আরেকজন। পরে রাতে বাদলের মরদেহ পাওয়া যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। নিহতের মুখে হিজরাদের মতো সাজ ছিল। মূলত নিহত যুবক হিজরা সেজে ওই সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মিশতো। নিজেদের মধ্যে অন্তকোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
তিনি জানান, নিহতের বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মামলার কাজ প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
জেডএ