রাজশাহী: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আগামী মঙ্গলবার (২৬ অক্টোবর) সরকারি সফরে রাজশাহী আসছেন।
তিনি মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে আকাশপথে রাজশাহী হযরত মখদুম শাহ (রহঃ)- এর বিমানবন্দরে গিয়ে পৌঁছাবেন।
সোমবার (২৫ অক্টোবর) দুপুরে সরকারি এক তথ্যের বিবরণীতে এই কথা জানানো হয়েছে।
তথ্যমন্ত্রী এদিন সকাল ১০টায় ওই বিমানবন্দর থেকে বিটিভি রাজশাহী উপকেন্দ্রের উদ্দেশে যাত্রা করবেন। তিনি রাজশাহী বিটিভি উপকেন্দ্র পরিদর্শন শেষে সার্কিট হাউসে যাবেন। পরে সেখানকার সম্মেলনকক্ষে সাংবাদিকদের উদ্দেশে প্রেসব্রিফিং করবেন। এরপর তথ্যমন্ত্রী দুপুর সাড়ে ১২টায় সোনামসজিদ স্থলবন্দরের উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন। বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সেখান থেকে সীমান্ত পথ দিয়ে তিনি ভারত যাবেন।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এসএস/এএটি