ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় আত্মহত্যার ঘটনা তদন্তে পিবিআই

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
পাথরঘাটায় আত্মহত্যার ঘটনা তদন্তে পিবিআই

পাথরঘাটা (বরগুনা): দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের মধ্যে প্রেমিকের মায়ের গালমন্দ সইতে না পেরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা করার ঘটনায় আত্মহত্যা প্ররোচনার মামলা হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) ৩ জনকে আসামি করে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুব্রত মল্লিকের আদালতে এ মামলা করেন মৃত তুবার মা নাজমা বেগম।

আদালত ওই মামলাটি পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন- মো. সজিব (২০) বাবা আলমগীর হোসেন (৪৫) ও তার স্ত্রী মাজেদা বেগম (৪০)

মামলার বাদি পরে সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার কির্ত্তনিয়া মিন্টু বলেন, ২০ অক্টোবর বুধবার বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খাদ্য গুদামের পশ্চিম পাশে বসত বাড়িতে অভিমান করে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে মোসা. তুবা (১৫)। ঘটনার আগের দিন একই এলাকার আলমগীরের স্ত্রী মাজেদা বেগম তুবাকে তার বাড়িতে ডেকে নিয়ে তার ছেলের সঙ্গে সম্পর্ক না রাখতে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। পরদিন অভিমান করে নিজের ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।