ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আগামীতে ৭ দিন আগে বন্যার পূর্বাভাস দেওয়া হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
আগামীতে ৭ দিন আগে বন্যার পূর্বাভাস দেওয়া হবে

ঢাকা: ডিজিটাল পদ্ধতিতে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার কার্যক্রমের মাধ্যমে বর্তমানে বন্যার তিন দিন আগে পূর্বাভাস দেওয়া সম্ভব হচ্ছে। আমরা চাই এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি যে- ভবিষ্যতে যেন বন্যার সাত থেকে ১০ দিন আগে আমরা এ পূর্বাভাস দিতে পারি।

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর গ্রিনরোডের পানি ভবনে ডিজিটাল পদ্ধতিতে বন্যার পূর্বাভাস শীর্ষক কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

প্রতিমন্ত্রী বলেন, হাওর অঞ্চলে, উপকূলীয় অঞ্চলে বন্যার বার্তা আমরা দ্রুততার সঙ্গে পৌঁছে দিতে সক্ষম হচ্ছি। এর ফলে জানমালের ক্ষতি অনেক কমে আসবে এবং আমরা আশা করি দুর্যোগ ব্যবস্থাপনায় একটি নতুন দিগন্তের উন্মোচন করতে পারবো। আর আমাদের এ দুর্যোগ মোকাবিলার ধরণ সারা বিশ্বে এখন রোল মডেল হিসেবে চিহ্নিত হচ্ছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ। সভাপতিত্ব করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

বিশেষ অতিথির বক্তব্যে জুনায়েদ আহমেদ পলক বলেন, আমরা একটি ব-দ্বীপে বসবাস করি। এখানে ৭১ শতাংশ মানুষ প্লাবনভূমিতে বসবাস করে। আমাদের নদীতে অনাকাঙ্ক্ষিতভাবে পানি চলে আসে, দুই পাড় প্লাবিত হয়, দুই পাশে বন্যা হয়। তখন এ মানুষগুলোকে আমাদের খুব দ্রুত দুর্যোগের হাত থেকে মোকাবিলা করতে বেশ কষ্ট হয়ে যায়। কিন্তু আমরা যখন আজকে এ সিস্টেমটা চালু করতে পারছি, এরপর থেকে যখন তিন দিন আগে থেকেই আমরা পূর্বাভাস পাবো, তখন এ সমস্যাটি আর হবে না। আমরা জানমালের নিরাপত্তা দিতে আরও বেশিভাবে সক্ষম হবো।

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, আমরা যখন ছোট ছিলাম তখন আবহাওয়ার পূর্বাভাসে রেডিওতে যা বলা হতো, বাস্তবে দেখা যেত ঠিক তার উল্টো চিত্র। তবে এখন আর সেই বিষয়টি নেই। এখন আমরা বিজ্ঞানের অধিক উন্নয়নে ও কল্যাণে সঠিক তথ্য পাচ্ছি এবং দুর্গম অঞ্চলে সেই তথ্য পৌঁছে দিতে পারছি। ফলে আমরা আরও উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি। এমনকি দুর্গম অঞ্চলে আমরা এখন সাবমেরিন ক্যাবল দিয়ে বিদ্যুৎও নিয়ে গিয়েছি।

অ্যান্ড্রয়েড ফোনে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ বার্তা পৌঁছাতে একটি উন্নত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থা তৈরি করেছে পানিসম্পদ মন্ত্রণালয়। পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ও এটুআই এবং ইন্টারনেট প্রযুক্তি বিষয়ক সংস্থাগুলোর সহযোগিতায় এ প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। এ প্রযুক্তির ফলে বন্যা শুরুর তিন দিন আগে থেকে তিন ঘণ্টা সময় আগে ইন্টারনেটের মাধ্যমে স্থানীয় মানুষের ফোনে পূর্বাভাস ও সতর্কীকরণ বার্তা পাঠানো হবে।  

বায়লাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।