ঢাকা: উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (কাবিটা ও টিআর) প্রকল্পের উন্নয়নখাতে বরাদ্দ করা অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৫ অক্টোবর) দুদক সূত্রে এতথ্য জানা গেছে।
জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, শিবগঞ্জ, বগুড়ার বিরুদ্ধে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (কাবিটা ও টিআর) প্রকল্পের উন্নয়নখাতে বরাদ্দ করা অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, বগুড়ার উপসহকারী পরিচালক মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করেছে এনফোর্সমেন্ট টিম। দুদক টিম দৈবচয়নের ভিত্তিতে কিছু প্রজেক্ট সরেজমিনে পরিদর্শন করে এবং নিয়ম অনুয়ায়ী কাজ হয়েছে তা যাচাই-বাছাই করে। সম্পূর্ণভাবে নিশ্চিত হতে বিশেজ্ঞদের পর্যালোচনা প্রয়োজন, তবে উন্নয়নকাজ হয়েছে এবং তা দৃশ্যমান রয়েছে।
দুদক টিম অভিযানকালে সংশ্লিষ্ট দপ্তর হতে এ সংক্রান্ত বেশ কিছু নথিপত্র সংগ্রহ ও পরীক্ষা করেছে। উক্ত অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ বিস্তারিত যাচাই করে কমিশন বরাবর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।
এছাড়া দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আসা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতে কমিশনকে জানানোর জন্য সোমবার ৪টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে চিঠি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এসএমএকে/এসআইএস