মেহেরপুর: দ্রুত গতির মোটরসাইকেল নিয়ে মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সের ফটকে ধাক্কা লেগে প্রাণ হারালেন চাঁদ আলী (২৫) নামের এক তরুণ। এ ঘটনায় তার সঙ্গী রোজো হোসেনও মারাত্মক আহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চাঁদ আলী মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাসেম জানান, চাঁদ আলী ও রোজো হোসেন বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে মুজিবনগর কমপ্লেক্সের দিকে যাচ্ছিলেন। কমপ্লেক্সের ফটকের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ফটকে ধাক্কা লাগে। এতে চালক চাঁদ আলীর মাথা থেঁতলে ঘটনাস্থেই নিহত হন। তার সঙ্গী রোজো মারাত্মক আহত হন।
ওসি আরও জানান, আহত রোজোকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।
চাঁদ আলীর মরদেহ পুলিশ উদ্ধার করেছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
জেএইচটি