কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের সেকেন্দারের স্ত্রী আফরোজা দুই মাথা বিশিষ্ট কন্যা সন্তানের জন্ম নিয়েছেন। তাদের সংসারে এটি প্রথম সন্তান।
সোমবার (২৫ অক্টোবর) জানা যায়, রোববার কন্যা সন্তানের জন্ম দেন আফরোজা বেগম (২২)। নবজাতক ও মা এখন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদরের মোগলবাসা বাসা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবা সেকান্দার আলী পেশায় একজন মুদির দোকানি।
শনিবার কুড়িগ্রাম শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন, আফরোজার গর্ভে দুই মাথা বিশিষ্ট একটি সন্তান রয়েছে।
পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শনিবার সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আফরোজাকে ভর্তি করানো হয়। সেখানে সিজারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম হয়।
কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা বাসা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বাংলানিউজকে বলেন, মা ও কন্যা সন্তান এখন সুস্থ রয়েছে।
বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
এফইএস/জেএইচটি