সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি নৌবন্দরের পাশের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে একটি গ্যাস সিলিন্ডারের দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়।
আগুনে বেশ কয়েকটি দোকান ও রাস্তার পাশে থাকা পিকআপ ভ্যান পুড়ে গেছে। রাত দেড়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজাউল করিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহজাদপুর, বাঘাবাড়ি, উল্লাপাড়া ও পাবনার বেড়া ফায়ার স্টেশনের মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি আশপাশের গ্রামগুলো থেকে বিপুল সংখ্যক মানুষ সহযোগিতা করছে।
বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
জেএইচটি