ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাড়ি ফেরা হলো না সিয়ামের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
বাড়ি ফেরা হলো না সিয়ামের প্রতীকী ছবি

ঠাকুরগাঁও: প্রাইভেট শেষে বাড়ি ফেরার সময় হানিফ পরিবহনের নৈশ কোচের ধাক্কায় সিয়াম নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার দুরামারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

জেলার গোবিন্দনগর এলাকার ফিরোজ ইসলামের ছেলে সিয়াম।  ঠাকুরগাঁও জেলা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় প্রাইভেট শেষে বাসায় ফিরছিল সিয়াম। সে দুরামারি এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি নৈশ কোচ তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনা নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১ 
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।