খুলনা: ‘হেমন্ত তার শিশির ভেজা/আঁচল তলে শিউলি বোঁটায়, চুপে চুপে রঙ মাখাল/আকাশ থেকে ফোঁটায় ফোঁটায়। ’ কবি সুফিয়া কামালের লেখা ‘হেমন্ত’ কবিতার শেষাংশে হেমন্তের শিশির ভেজা রূপের বর্ণনা দিয়েছেন।
শরৎ শেষে হেমন্তের বর্তমান চেহারা যেন বলে দিচ্ছে ঋতুর পালাক্রম। টলটলে মুক্তদানার মতো শিশির জমতে শুরু করেছে সবুজ ঘাসের ডগা, সিম কিংবা ধানের শীষে।
খুলনায় গত কয়েকদিন ধরে ভোর হলেই হেমন্তের কুয়াশা নেমেছে মাঠে। ক্ষেতের উপর ওড়াউড়ি করছে গঙ্গাফড়িংয়ের দল। ভেজা ডানায় ওরা ওড়ার ক্ষমতা হারিয়েছে। ধানের ক্ষেত ডিঙিয়ে পূর্ব দিগন্ত রাঙিয়ে উঠেছে ভোরের সূর্য। হালকা শীত শীত ভোরের ভেতর মিষ্টি রোদের ওম।
সবুজ ঘাসের ওপর ভোরের সূর্যের আলো হালকা লালচে রঙয়ের ঝিলিক, দূর থেকে দেখলে মনে হয় প্রতিটি ঘাসের মাথায় যেন মুক্তদানার মতো শিশির কণা জমে আছে।
আদিগন্ত মাঠ জুড়ে এখন ধানের প্রাচুর্য, সবুজ স্বপ্ন দুলছে কৃষক-কৃষাণী। হলুদে-সবুজে একাকার নয়নাভিরাম অপরূপ প্রকৃতি। চারদিকে ধূসর আবহ ঘিরে রাখছে। হিম হিম, স্বল্পায়ু দিন ক্রমে মিইয়ে যাচ্ছে, শেষ বিকেলে কুয়াশার আবছা চাদর প্রকৃতিকে ঢেকে শিশিরের শব্দের মতো নামছে সন্ধ্যা।
মূলত পৌষ-মাঘ এই দুই মাস শীতকাল ধরা হলেও আশ্বিন-কার্তিকের দিকেই গুটি গুটি পায়ে শীতের আগাম বার্তা জানান দেয়।
খুলনার ডুমুরিয়া উপজেলার রাজীবপুরের শরিফুল ইসলাম হিরন বলেন, উপজেলার রাজীবপুর, মইখালি, নলঘোনা এলাকায় কুয়াশা বোধয় একটু আগেই চলে এসেছে। শীতের আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে গ্রামের মেঠো পথে। ভোরের শিশির জমেছে ঘাসে। ধানের ডগায় কুয়াশা চিকচিক করছে মুক্তদানার মতো।
এদিকে শীত আসি আসি করছে। এ সময়টা খুলনার ডুমুরিয়া, ফুলতলা, রূপসা, দাকোপ, বটিয়াঘাটাসহ আশপাশের এলাকায় শীতকালীন সবজি চাষ শুরু হয়েছে। সিম, লালশাক, টমেটো, লাউ, ফুলকপি, বাঁধাকপিসহ নানা রকমের সবজির বীজ বপন শুরু করেছেন কৃষকরা।
খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বাংলানিউজকে বলেন, গত কয়েকদিন ধরেই তাপমাত্রা কমছে। মূলত পৌষ-মাঘ এই দুই মাস শীতকাল ধরা হলেও আশ্বিন-কার্তিকের দিকেই শীতের আসতে শুরু করে।
বাংলাদেশ সময়: ০৭০২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
এমআরএম/কেএআর