ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে আগুনে পুড়লো ফার্নিচারের ৪ দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
গাজীপুরে আগুনে পুড়লো ফার্নিচারের ৪ দোকান ফাইল ছবি

গাজীপুর: গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকায় আগুন লেগে পুড়ে গেছে ফার্নিচারের চারটি দোকান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।

মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন বাংলানিউজকে জানান, ভাওয়াল মির্জাপুর এলাকায় মো. শাহজাহান ও ছানাউল্লাহসহ চার জনের চারটি ফার্নিচারের দোকানে আগুন লাগে। এ সময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করাসহ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। এর আগেই আগুনে পুড়ে ওই দোকান মালিকদের আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।  
 
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১ 
আরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।