ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
বোয়ালমারীতে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ মরা গরুর মাংস।

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে মরা গরু জবাই করে মাংস বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।  

এ অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় অভিযান চালিয়ে মরা গরুর মাংস উদ্ধার করেন।

পরে তা জনসম্মুখে মাটিচাপা দেওয়া হয়।  

এসময় অভিযুক্ত দুই ভাই আলাউদ্দিন বিশ্বাস ও সালাউদ্দিন বিশ্বাস পালিয়ে যায়। তারা দুই ভাই বোয়ালমারীর আবেদীন বিশ্বাসের ছেলে বলে স্থানীয়রা জানায়।  

জানা যায়, বোয়ালমারী পৌর সদরের চৌরাস্তার কাঁচাবাজার সংলগ্ন এলাকায় দুই ভাই আলাউদ্দিন ও সালাউদ্দিন মরা গরু জবাই করে মাংস বিক্রি করছে বলে অভিযোগ ওঠে। পরে খবর পেয়ে এসিল্যান্ড মারিয়া হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে মাংস উদ্ধার করে মাটিচাপা দেন। এসময় অভিযুক্ত দুই সহোদর পালিয়ে যায়। পরে মাংস বিক্রির দোকানটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।  

মারিয়া হক বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে মরা গরুর মাংস উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়। অভিযুক্ত ওই দুই ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।