রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় অভিযান চালিয়ে আপন জুটি তঞ্চঙ্গ্যা (৩৫) নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে এ তথ্য জানান কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন।
ওসি বলেন, সোমবার দিনগত রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল উপজেলার ওয়াগ্যা ইউনিয়নের উত্তর দেবতাছড়ি এলাকায় অভিযান চালিয়ে আপন জুটি তঞ্চঙ্গ্যাকে তার বাড়ি থেকে আটক করে। এসময় তার কাছ থেকে দেশি পাইপগান, দুই রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা করা হয়।
অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মঙ্গলবার কাপ্তাই থানায় মামলা দিয়ে আপন জুটিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
এসআই