নীলফামারী: কিশোর অপরাধ নির্মূলে জনসচেতনতামূলক আলোচনা সভা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নীলফামারী সিপিসি।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন র্যাব ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-২ এর কোম্পানি অধিনায়ক সৈয়দ রফিকুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী ও অবিভাবক শহিদুল ইসলাম কিশোর অপরাধ ও সামাজিক সচেতনতা নিয়ে আলোচনা করেন।
এতে কিশোর অপরাধ, কিশোর গ্যাং এবং সামাজিক অবক্ষয় রোধ নিয়ে ডকুমেন্টরি উপস্থাপন করা হয় র্যাবের পক্ষ থেকে।
র্যাবের সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সৈয়দ রফিকুল ইসলাম বলেন, আপাতত আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় এ রকম সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। ভবিষ্যতে তৃণমূলে গিয়ে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এ রকম সভা করব।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
এসআই