কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুধাশ চন্দ্র রায় (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বোয়ালভীর গ্রামে বাড়ীর পাশে ডাল কাটার সময় এ ঘটনা ঘটে।
শুধাশ চন্দ্র ভাঙ্গামোড় ইউনিয়নের ভবেন্দ্র নাথ রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালভীর গ্রামের কৃষক শুধাশ চন্দ্রমঙ্গলবার দুপুরে বাড়ির পাশে একটি কদম গাছের ডাল কাটার সময় ভুলবশত একটি ডাল বিদ্যুতের সঞ্চালন তারের ওপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গাছ থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বিদ্যুৎপৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
এফইএস/এনএইচআর