ঢাকা: মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযানে ৮৮ কোটি টাকা মূল্যের এক কোটি ১৩ লাখ মিটার অবৈধ জাল এবং ২ হাজার ১০০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং জব্দ করা ইলিশ মাছ স্থানীয় বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সরকারের নির্দেশনা মোতাবেক ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সর্বমোট আনুমানিক ৮৮ কোটি টাকা মূল্যের ১ কোটি ১৩ লাখ মিটার অবৈধ জাল ও ২ হাজার ১০০ কেজি ইলিশ মাছ জব্দ করে নৌবাহিনী।
‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজগুলো সমুদ্র ও উপকূলীয় এলাকার নদ-নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। জব্দ করা এসব অবৈধ জালগুলো স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে এবং জব্দ করা ইলিশ স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়।
মা ইলিশ রক্ষায় বিশেষ এ অভিযান গত ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত চলে। অভিযান পরিচালনাকালে নৌ সদস্যরা প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ সংক্রান্ত সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও গণসচেতনতা সৃষ্টিতে স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করেন। এ অভিযান পরিচালনার ফলে দেশের নদ-নদীতে জাতীয় সম্পদ ইলিশের সংরক্ষণ ও প্রাচুর্য্য বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
এমইউএম/আরআইএস