ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেলসহ পুকুরে, প্রাণ গেল সাংবাদিকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
মোটরসাইকেলসহ পুকুরে, প্রাণ গেল সাংবাদিকের দুর্ঘটনাকবলিত স্থান

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে পুকুরের পড়ে গেলে পানিতে ডুবে সৈয়দ বনিউল আলম বিপু (৩৫) নামে এক স্থানীয় সাংবাদিকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে সলঙ্গা-ঘুড়কা আঞ্চলিক সড়কের বাসুদেবকোল ভুরভুরিয়া বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৈয়দ বনিউল আলম বিপু সলঙ্গা থানার ঘুড়কা গ্রামের তারিকুল ইসলাম মাস্টারের ছেলে। তিনি স্থানীয় সাপ্তাহিক দুর্জয় বাংলাদেশ পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।  

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, মোটরসাইকেলে করে সলঙ্গা থেকে ঘুড়কা যাচ্ছিলেন বিপু। বাসুদেবকোল ভুরভুরিয়া বিল এলাকায় রাস্তার মোড়ে পৌঁছে তিনি নিয়ন্ত্রণ হারালে  মোটরসাইকেলসহ পাশের পুকুরে পড়ে যান। এ সময় পুকুরের পানিতে ডুবে ঘনটাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮ ৫৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।