মেহেরপুর: বেপরোয়া গরুর সঙ্গে দৌড়াতে গিয়ে পিকআপভ্যানের নিচে চাপা পড়ে আব্দুর রহমান (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে গাংনী হাটবোয়ালিয়া সড়কের হেমায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বৃদ্ধ আব্দুর রহমান গরুটি নিয়ে রাস্তার পার হচ্ছিলেন। হঠাৎ গরুটি দৌড় দেয়। এসময় গরুর গলায় বাঁধা দড়িতে টান পড়লে বৃদ্ধ আব্দুর রহমান কিছুদূর দৌড়ে রাস্তায় পড়ে যান। এসময় হাটবোয়ালিয়া থেকে গাংনীগামী একটি পিকআপ ভ্যান তাকে পিষ্ট করে দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে স্থানীয় হেমায়েতপুর পুলিশ ক্যাম্প সদস্যরা পিকআপভ্যানটি আটক করে। পিকআপভ্যানের চালক মেহেরপুরের গোভীপুর গ্রামের সুমন আলী ও হেলপার আলমপুর গ্রামের আল মামুনকে আটক করেছে পুলিশ।
গাংনী থানার ওসি জানান, মরদেহ, পিকআপভ্যান ও চালক–হেলপার পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা
প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
আরএ