পিরোজপুর: পিরোজপুরের মঠাবড়িয়ায় চলন্ত মাহেন্দ্র রাস্তা থেকে ছিটকে পড়ে এর চালক মো. জিহাদ হাওলাদার (৩৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার বড় মাছুয়া মাতুব্বর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মো. ছাইয়েদুর রহমান হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই চালক মঠবাড়িয়ায় যাত্রী নামিয়ে খালি গাড়ি নিয়ে উপজেলার বড় মাছুয়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় মাতুব্বর বাড়ি নামক স্থানে এলে মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি তাল গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এতে চালক জিহাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
এমআরএ