সাতক্ষীরা: সাতক্ষীরায় দুটি ওয়ান শুটারগান, একটি পাইপ গান ও ছয় রাউন্ড গুলিসহ আলিফ খান (২৩) নামে এক যুবককে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে আরও দুটি চাপাতি, দুটি হাসুয়া ও দুটি চাকু উদ্ধার করা হয়।
বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার আলিফ খান সাতক্ষীরা পৌরসভার রসুলপুর খা পাড়ার আলাউদ্দিন খানের ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের রসুলপুর খাঁ পাড়ার আলাউদ্দিন খানের বসত বাড়িতে অভিযান চালানো হয়। এসময় আলাউদ্দিন খানের ছেলে আলিফ খান কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেফতার ও তার হেফাজত থেকে দুটি ওয়ান শুটার গান, একটি পাইপ গান, ছয় রাউন্ড গুলি, দুটি চাপাতি, দুটি হাসুয়া ও দুটি চাকু উদ্ধার করা হয়। পরবর্তীকালে জব্দকৃত আলামত ও আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এনটি