কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর এলাকায় নতুন সোনাকান্দা কবরস্থান সংলগ্ন আব্দুল হালিমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় এ ডাকাতির ঘটনা ঘটে।
এ সময় ডাকাতের আক্রমণে বাড়ির মালিক আব্দুল হালিম (৬০) ও তার স্ত্রী কুলসুম বেগম (৫০) মারাত্মকভাবে আহত হয়ে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি রয়েছে।
ডাকাতের কবলে পড়া পরিবারের সদস্য বেলায়েত হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে প্রায় ১৫/২০ জনের একটি দেশীয় অস্ত্র সজ্জিত ডাকাত দল বিল্ডিংয়ের পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে করে হাত-পা মুখ গামছা দিয়ে বেধে মারধর করে। আমার মা নামাজ ঘটনাটি দেখে উচ্চস্বরে কান্নাকাটি শুরু করলে ডাকাত দল মাকে মাথায় ও শরীরে আঘাত করে। এতে মায়ের মাথা ফেটে যায় এবং হাত ভেঙে যায়। এ সময় বাবা এগিয়ে এলে তাকে বেধড়ক মারধর করে। আমার ছোট ভাই ও তার বউ দৌঁড়ে একটি রুমে দরজা আটকে এলাকাবাসীকে বিষয়টি জানালে তারা হত্যার হুমকি দিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও দু'টি মোবাইল নিয়ে পালিয়ে যায়। ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সালাম মিয়া জানান, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
বাংলাদেশ সময়: ১৯৫৬, নভেম্বর ৩, ২০২১
কেএআর