সিলেট: ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সিলেট চেম্বার সভাপতিসহ ১৩ জনের নামে মামলা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
বুধবার (৩ নভেম্বর) বিকেলে র্যাব-৯ এর সহকারী পরিচালক (ডিএডি) সিরাজুল ইসলাম বাদী হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় এই মামলা (নং-১৪(১১)’২১) দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
বাংলানিউজকে তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশিয়ে ভেজাল খাদ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ বিশেষ ক্ষমতা আইনে মামলায় অভিযোগ আনা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২ নভেম্বর) সিলেট নগরে ভেজালবিরোধী অভিযান চালায় র্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা থেকে আসা র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
অভিযানে ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা-বাসি খাবার পরিবেশনের অভিযোগে ভোজনবাড়ি রেস্টুরেন্ট সীলগালা এবং পাঁচভাই ও পানসি রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা করে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোজনবাড়ি রেস্টুরেন্টের ম্যানেজার ও বিলিং সুপারভাইজারকে আটক করে র্যাব।
মামলায় এই দুজনসহ মোট তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতাররা হলেন- রেস্টুরেন্ট ম্যানেজার তোরাব আলী (৪৪), সুপারভাইজার সুভ চন্দ্র পাল (২৯) ও সৈয়দ মহদ্দিস আলী (৩৭)।
এছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- রেস্টুরেন্টের অংশীদার উপশহরের মো. জুনু মিয়া (৫৫), লুৎফুর রহমান চৌধুরী (৫৫), নগরের কাজি ইলিয়াস এলাকার এটিএম শোয়েব (৬০), সিলেটের বিশ্বনাথের লিলু মিয়া (৬০), সুনামগঞ্জের জগন্নাথপুরের কবীর আহমদ (৪৫), আখালিয়া এলাকার সুজেল আহমদ (৩৮), নগরের কাজলশাহ এলাকার শিপন দেব (৪৫), নগরের বিলপাড়ের নিলেন্দু দেব (৬৫), সুবিদবাজারের ইফতেখার আলম রুম্মান (৩০) এবং রায়নগর রাজবাড়ির শাহ কয়েছ চৌধুরী (৬০)। মামলায় তাদের পলাতক দেখানো হয়েছে। এছাড়া গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি জানতে পেরেছে র্যাব।
সূত্র জানায়, অভিযুক্তদের সবাই রেস্টুরেন্টের পার্টনার। তবে এর মধ্যে সিলেট চেম্বারের বর্তমান সভাপতি এটিএম শোয়েবসহ অনেকে নিজেদের মালিকানা বেশ আগেই গুটিয়ে নিয়েছেন। কিন্তু পুরাতন চুক্তিনামায় তাদের নাম থাকার কারণে মামলার আসামি করা হয়েছে।
এদিকে, মঙ্গলবারের ভেজালবিরোধী অভিযানে ভোজন বাড়ি রেস্টুরেন্ট সীলগালা এবং পাঁচভাই ও পানসী রেস্টুরেন্টকে জরিমানা করায় ক্ষুব্ধ হয়ে রাজপথে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। এ সময় ব্যবসায়ী সংগঠনের নেতারা বুধবার থেকে রেস্টুরেন্ট বন্ধ রেখে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দেন। পরে পর্যটকদের ভোগান্তির কথা চিন্তা করে রাতেই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।
আরও পড়ুন:
সাবেক ছাত্রলীগ নেতার রেস্টুরেন্টে তালা
সিলেটে পাঁচভাই ও পানসী রেস্টুরেন্টকে জরিমানা
রেস্টুরেন্টে অভিযান: সিলেটে সড়ক অবরোধ
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এনইউ/এনএসআর