নীলফামারী: নীলফামারী সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহবুব আলী (২৭) নামে এক শ্রমিক মারা গেছেন।
বুধবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের সুর্বণখুলি গ্রামে এ ঘটনা ঘটে।
মাহবুব রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সুর্বণখুলিতে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপ রাস্তার কাজ করছে। সেখানে পাম্পে সংযোগ দিতে বিদ্যুৎস্পৃষ্ট হন মাহবুব। ঘটনাস্থলেই তিনি মারা যান। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গোলাম কিবরিয়া।
এ বিষয়ে ম্যাক্স গ্রুপের ইনচার্জ জিয়াউল হাসান শুভ্র বাংলানিউজকে বলেন, বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এনএসআর